বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২০ মার্চ ২০২৪ ২০ : ৪৪Pallabi Ghosh
বীরেন ভট্টাচাচার্য, দিল্লি: অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করায় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। কেন এখনও পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হল না, সে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে কমিশনে চিঠি দিয়ে প্রধামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি বা কোনও রকম অভিযোগ দায়ের হলে ৪৮ ঘণ্টার মধ্যে তার তদন্ত হবে বা পদক্ষেপ করা হবে। গত ১৮ মার্চ সাকেত গোখলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। যদিও আজ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি কমিশনের তরফে। প্রসঙ্গত, গত সপ্তাহে নির্বাচন কমিশনারের দুটি ফাঁকা থাকা শূন্যপদ পূরণ করেছে প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতার কমিটি। সাকেতের প্রশ্ন, "সরাসরি সরকার নিযুক্ত নির্বাচন কমিশনার প্যানেলে প্রধান বিচারপতি, বিরোধী দলনেতার কোনও ক্ষমতা নেই।" সেই কারণেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না বলে দাবি তৃণমূলের। সাকেতের বক্তব্য, "এই কারণেই কি ভোট ঘোষণার দিন কয়েক আগে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল?" তিনি বলেছেন, নির্বাচন কমিশন অভিযোগ প্রত্যাখান করতেই পারে, তবে তার জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে।
এদিকে, গতমাসে রাজ্যের বহু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়। তা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে। নিষ্ক্রিয় হওয়া আধার কার্ডগুলি ফের চালু করতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা শান্তনু ঠাকুর ব্যক্তিগত সহায়কের মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেন এবং জানান সেখানে মেল করে জানালেই আধারকার্ডগুলি সক্রিয় হবে। সামগ্রিক বিষয়টির উল্লেখ করে আধারের দায়িত্বে থাকা সংস্থা ইউআইডিএআইয়ের থেকে জবাব চেয়েছিলেন সাকেত গোখলে। রাজ্যের কতজনের আধার নিষ্ক্রিয় হয়েছে, কেন নিষ্ক্রিয় হয়েছে তা জানতে চেয়েছিলেন তিনি। যদিও সম্প্রতি জবাবে ইউআইডিএআই জানিয়েছে, "সব মিলিয়ে মোট ৮১ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে রাজ্যভিত্তিক এবং কী কারণে নিষ্ক্রিয় হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য নেই।" কীভাবে শান্তনু ঠাকুরের কাছে রাজ্যের আধারের তথ্য ভাণ্ডার পৌঁছল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, "যেখানে ইআইডিএআইয়ের কাছে তথ্য নেই, সেখানে শান্তনু ঠাকুরের কাছে কীভাবে রাজ্যের মানুষের আধার সম্পর্কিত তথ্য পৌঁছল? কীভাবে মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক আধার নিষ্ক্রিয় হওয়া এবং সেই সম্পর্কিত বিষয় দেখভাল করতে পারলেন গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার ব্যবহার করে?"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ঠিক যেন স্বপ্নপূরণ, ঋণ দিতে অস্বীকার করেছিল ব্যাঙ্ক অথচ তিনিই ফোর্বসের অন্যতম ধনী মহিলার তালিকায়, কে এই কন্যা...
গত তিন বছরে দেশে বন্ধ হয়েছে ৪৫ হাজার টেলিফোন বুথ, চালু রয়েছে ক'টি...
মন্দিরে গিয়ে নিজের জুতো জোড়াকে চুরির হাত থেকে বাঁচাবেন কী করে, জেনে নিন সঠিক উপায়...
'অভূতপূর্ব অভিজ্ঞতা'র সাক্ষী থাকলেন শশী তারুর, কী এমন হল সাংসদের সঙ্গে ...
একমাসে ৫০ গাছ রোপণের শাস্তি, নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের...
স্বপ্নে এসে দেবী বললেন রক্ত চাই! তড়িঘড়ি মানসিকভাবে অসুস্থ ছেলেকে বাঁচাতে খুন পড়শি বালিকাকে ...
আগরতলায় আপাতত বাংলাদেশ হাই কমিশনের সব কাজ বন্ধ করা হল ...
প্রযুক্তির সঙ্গে হাত মিলিয়ে নিল কাশ্মীর, কোন সুবিধা হবে পর্যটকদের ...
এখনও ২০০০ টাকার নোট রয়েছে, জেনে নিন কী করবেন
বিয়ের আসরে দেরিতে পৌঁছলেন পাত্র, রাগের মাথায় বিয়েই বাতিল করলেন পাত্রীর বাবা! হুলস্থুল কাণ্ড ...
ত্রিপুরায় বাংলাদেশ নিয়ে ধুন্ধুমার! হাই কমিশনে স্মারকলিপি জমা করা নিয়ে অশান্তি...
ইনজেকশন নেওয়ার পর সূঁচ বিঁধে রইল হাতেই, যন্ত্রণায় ছটফট তরুণীর, আজব কাণ্ড হাসপাতালে...
মালাবদলের আগে বারবার বাথরুমে যাচ্ছিলেন পাত্র, ব্যাপারটা কী? বরের পিছু নিতেই কনের পরিবারের চক্ষু চড়কগাছ...
সহকর্মীকে ফোন, তার পরেই নিজেকে শেষ করে দিলেন সুরাটের বিজেপি নেত্রী...
বড় শাস্তির কোপে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদল, সাফ করবেন শৌচালয়-লঙ্গরখানা...